voice change এর নিয়ম
01. Active Voice (কর্তৃবাচ্য):
যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তার পরে কর্ম বা Object বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটির Active Voice (কর্তৃবাচ্য) হয়।
02. Passive Voice (কর্ম বাচ্য):
যখন কোনো বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে বাক্যটি রচনা করা হয়, তখন বাক্যটির Passive Voice (কর্মবাচ্য) হয়।
Active Voice- এ কর্তারই গুরুত্ব বেশি।
Passive Voice-এর সময় বাক্যের কাজের ওপর জোর পড়ে এবং যে কাজটি করে তার গুরুত্ব কমে যায়।
Active Voice-এ 'করা' অর্থের ওপর জোর দেওয়া হয়, কিন্তু Passive Voice-এ 'হওয়া' অর্থের ওপর জোর দেওয়া হয়। ল্যাটিন শব্দ 'Activus থেকে Active শব্দটি এবং 'Passivus' থেকে 'Passive' কথাটি এসেছে।
03. Quasi Passive Voice:
A ripe apple tastes sweet (পাকা আপেল খেতে মিষ্টি)। এই বাক্যটির ক্রিয়া Active Voice-এ থাকলেও বাক্যটির অর্থ Passive-এ রয়েছে। 'পাকা' আপেল' বাক্যের কর্তা হয়েও নিজে কোনো কাজ করছে না। কোনো ব্যক্তি আপেলটির স্বাদ নিলে তবেই এটির গুণাগুণ বোঝা যায়। সুতরাং বলা যায় আপেলটি Grammar অনুযায়ী বাক্যের কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম হিসেবে বাক্যে থেকে যাচ্ছে। অর্থাৎ আপেলটির মধ্যে কর্তা ও কর্ম দুটি ভাবই রয়েছে। ক্রিয়ার এই ধরনের ব্যবহারকে Quasi Passive Voice বলা হয়। বাংলায় বলে কর্মকর্তৃবাচ্য।
Active Voice to Passive Voice :রুপান্তরের নিয়ম i. Active Voice- Object-f Passive Voice- Subject
ii. Tense অনুযায়ী Auxiliary verb বসে এবং মূল verb-এর Past Participle
iii. Active Voice-4 Subject Passive Voice-
Object হয় এবং তার পূর্বে by বসে।
Active Voice
1. I eat rice.
1. Rice is eaten by me.
2. I am eating rice.
2. Rice is being eaten by
me.
3. I have eaten rice
3. Rice has been eaten by me.
4. I ate rice
4. Rice was eaten by me.
5. I was eating rice
5. Rice was being eaten by me
6. I had eaten rice.
7. I will eat rice
8. I will be eating
rice
9. I will have eaten
rice
me.
6. Rice had been eaten by
me.
|│7. Rice will be eaten by me. 8. Rice will be being eaten by
me.
9. Rice will have been eaten by
me.
Assertive sentence
01. Present Indefinite Tense-4 Voice: Objects Subjective Form + am/ is/are +
verb- past participle +by+ subject-Objective
form.
Example:
Active: Rana sings songs () Passive: Songs are sung by Rana (
sier Site 231) | Note: 'know' verb-এর ক্ষেত্রে 'by'-এর পরিবর্তে 'to' ব্যবহৃত
হয়।
02. Present Continuous Tense- Voice: Object- f subjective form + am being/ is being/ are being verb-4 past participle +by+ subject objective form.
Post a Comment