Ads

 শিক্ষাসফরের জন্য আবেদন।




তারিখঃ ০৩ অঅক্টোবর  ২০২৩ ইং

বরারর,
প্রধান শিক্ষক
সিলভারডেল প্রিঃ স্কুল ।

ওয়ারী, ঢাকা। 

বিষয়ঃ শিক্ষাসফরের জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেনীর  শিক্ষার্থী। আসন্ন শীতের ছুটিতে আমরা ৩ দিনের জন্য পার্বত্য চট্টগ্রামের কক্সবাজার ও বান্দরবান জেলায় সফরে যাওয়ার পরিকল্পনা করেছি। যেখানে গেলে আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবো। এতে মানসিক প্রশান্তির পাশাপাশি ভ্রমণ বিষয়ক বিভিন্ন সাধারণ জ্ঞানে আমাদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারবো। আমরা আমাদের ক্লাস টিচার এবং পারিবারিকভাবে সফরে যাওয়ার অনুমোদন পেয়েছি।

অতএব, আপনার নিকট আমাদের আকুল আবেদন এই যে, আমাদেরকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে মানসিক উন্নতি ও বাস্তবসম্মত জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেবেন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত শিক্ষার্থীবৃন্দ
শ্রেণিঃ দশম।






জরিমানা মওকুফের জন্য আবেদন




তারিখ: ০৩ অক্টোবর  ২০২৩

বরাবর
প্রধান শিক্ষক
সিলভারডেল.........

বিষয়: বিদ্যালয়ে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

মহোদয়,


বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের  দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। গত ২৯-০৯-২০২৩ থেকে ২-১০-২০২৩ মোট ৩ দিন অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে  আসতে পারিনি। ফলে অনুপস্থিতির জন্য আমার জরিমানা ধরা হয়েছে, যা আমার পক্ষে দেওয়া কষ্টকর।

অতএব, জনাবের নিকট বিনীত আবেদন এই যে, আমার অনুপস্থিতির জন্য জরিমানা মওকুফের অনুমতি দিয়ে বাধিত করবেন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
মুন্নী/ইকরা
শ্রেণী: দশম
রোল: ৩/৫





বিতর্ক ক্লাব


০৩ অক্টোবর, ২০২৩

বরাবর,

প্রধান শিক্ষক
সিলভারডেল...... 
ওয়ারী, ঢাকা। 
বিষয়:বিতর্ক ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম  শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমাদের বিদ্যালয়ে ছাত্রীরা অলসভাবে তাদের অবসর সময় কাটাচ্ছে। এমতাবস্তায় সকলের মেধাবিকাশের জন্যে একটি বিতর্ক ক্লাব গঠন করা প্রয়োজন।
বিধায় প্রার্থনা, বিতর্ক ক্লাব গঠনের অনুমতি দানে বাধিত করবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রী
ইকরা আমির বুশরা
শ্রেণি:দশম 

রোল:০৫



Post a Comment

Previous Post Next Post

ads

ads