কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?
1. স্পেন
2. নেদারল্যান্ড
3. হাঙ্গেরি
4. পর্তুগাল
ডাচ বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদের ।
নেদারল্যান্ডসে বসবাসকারী অনেক জার্মান তাদের নিজেদের ভাষায় কথা বলতো যাদেরকে ইংলিশরা ডাচ ভাবতো। নেদারল্যান্ডসবাসীরা নিজেদেরকে 'নেদারল্যান্ডসে' বলে পরিচয় দেয় আর ইংলিশরা বলে 'ডাচ'। নেদারল্যান্ডসবাসীর 'ডাচ' নামটি হলো ইংলিশদের অজ্ঞতা, সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা হিসেবে আপাতত এটিকেই গ্রহণ করা হয়েছে।
Post a Comment