আমরা ওয়েবসাইট তৈরি করে তারপর সুন্দর সুন্দর পোস্ট লিখি , ভিডিও তৈরি করে পাবলিস্ট করি । কিন্তু দেখা যায় আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে বা ইউটিউব ভিডিও গুলোতে ভিউজ আসে না । আসলেও অনেক কম পরিমানে আসে।
ফ্রি ভিজিটর পেতে হলে একটি ওয়েবসাইটের পোস্ট অথবা ইউটিউব ভিডিও কে রেঙ্ক করার প্রয়োজন হয় । র্যাংক করালেও অনেক সময় সফলতা পেতে সময় লেগে যায় দিন না আপনার ওয়েবসাইটের পোস্টগুলো বা ইউটিউব ভিডিও গুলো গুগল সার্চ ইঞ্জিনে রেংক করবে , ততদিন আপনি ফ্রি ভিজিটর পাবেন না 100% গ্যারান্টি ।
একটি ওয়েবসাইটের পোস্ট অথবা ইউটিউব ভিডিও কে রেঙ্ক করানোর জন্য low competition keywords ব্যবহার করতে হয় ।
তাই আজ আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি সহজেই একটি পোস্ট সম্পর্কে কিওয়ার্ড আইডিয়া (keyword ideas) নিতে পারেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড (low competition keywords ) খুঁজে বের করতে পারবেন ।
কি-ওয়ার্ড কি ( What Is Keyword ) ? What's a keyword idea?
এটি আপনার সামগ্রীতে আপনি যে কীওয়ার্ডগুলি সন্নিবেশ করেন তার সংখ্যা সম্পর্কে নয়, তবে তারা আপনার ওয়েবসাইটে কতগুলি বিনামূল্যের organic ট্র্যাফিক নিয়ে আসে সে সম্পর্কে। এই কারণে নির্দিষ্ট কীওয়ার্ডগুলিকে লক্ষ্য করার জন্য, আপনাকে প্রথমে সঠিক কীওয়ার্ড গবেষণা পরিচালনা করতে হবে।
এক কথায় বলতে গেলে কিওয়ার্ড (Keyword ) হল বিভিন্ন শব্দ গুচ্ছ , যা দিয়ে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার তথ্য খুঁজে বের করে থাকেন ।
যেমনঃ- আমাদের কোন কিছু জানার বা দেখার প্রয়োজন হলে গুগোল এ গিয়ে কিছু একটা লিখে সার্চ করি । গুগল এ আপনি যেটা লিখলেন এটাকেই বলা হয় কিওয়ার্ড ।
কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন ( How To Find A Keyword Idea )
অনেক নতুন নতুন ইউটিউবার বা ব্লগার আছে যারা keyword idea নিতে পারেন না । তো kyeword idea হল আপনি যে রিলেটেড পোস্ট বা কনটেন্ট বা ইউটিউব ভিডিও করবেন ওই রিলেটেড আরো কিছু কি-ওয়ার্ড সম্পর্কে ধারণা নেওয়া ।
এই কী-ওয়ার্ড আইডিয়া (keyword idea) নেওয়ার জন্য অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে ।
যেমনঃ-
- Keywords Everywhere
- Answer the Public
- Google Trends
- Soovle
- Keyword Shitter
- Keyword Tool
- ahrefs
- Spyfu
- WordStream
- SEMRush
- Ubersuggest
- Ahrefs
- Google Trends
- Keyword Shitter
- Keywords Everywhere
- Google Correlate
- Google Search Console
- AdWord & SEO Keyword Permutation Generator
- Google Keyword Planner
- Spyfu
- WordStream
- SEMRush
- Ubersuggest
- Ahrefs
Post a Comment