ভাইবার প্রশ্নাবলিঃ
1) রূপকল্প ৪১ এর সাথে স্মার্ট বাংলাদেশ প্যারালাল কিনা?
উত্তর: ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১- এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অত্যাধুনিক পাওয়ার গ্রিড, গ্রিন ইকোনমি, দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং পেশাকে স্বীকৃতি প্রদান এবং নগর উন্নয়নে কাজ করছে।
2) অডিট, বিল, ভাউচার সম্পর্কে বলুন।
অডিট: কোন আর্থিক কর্মকাণ্ড প্রয়োজনীয় নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পরিচালিত নিয়মমাফিক ও নিরপেক্ষ মূল্যায়ন।
বিল: ব্যয়ের হিসাব
ভাউচার: লেনদেনের প্রমাণপত্র বা ইংরেজি পরিভাষায় ভাউচার
3) Smart Economy বাংলাদেশকে cashless economy তে পরিণত করছে কিনা?
উত্তর: জ্বি করছে। অর্থনীতি, মজুরি নিয়ন্ত্রিত হবে একাউন্ট টু একাউন্ট।
4) আইএমএফ কেমন মুদ্রানীতির পরামর্শ দিয়েছে।
উত্তর: আইএমএফ চায় বছরে ৪ বার মুদ্রানীতি ঘোষণা হোক। কিন্তু পরিসংখ্যান ব্যুরো বছরে দুইবার তথ্য হালনাগাদ করে থাকে, তাই বাংলাদেশ ব্যাংক বছরে ২ বার মুদ্রানীতি ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে।
5) মার্চ মাসের দিবসগুলো বলুন।
উত্তর: ১মার্চ- জাতীয় বীমা দিবস, ২ মার্চ- জাতীয় পতাকা ও জাতীয় ভোটার দিবস, ৬ মার্চ- জাতীয় পাট দিবস, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ দিবস, ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবস, ১০ মার্চ- জাতীয় দুরে্যাগ প্রস্তুতি দিবস, ১৭ মার্চ- জাতীয় শিশু দিবস, ২৩ মার্চ- জাতীয় পতাকা উত্তোলন দিবস, ২৫ মার্চ- জাতীয় গণহত্যা দিবস, ২৬ মার্চ- জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস।
6) বাংলাদেশের সাথে কোন দেশের স্বাধীনতার মিল রয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্রের। স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধের পর স্বাধীনতা অর্জন।
7) বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বলুন।
উত্তর: দুই দেশের মধ্যে বিশ্বের ৫ম বৃহত্তম সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে strip map নামে সীমান্ত মানচিত্র অবমুক্ত হয় ২০১১ সালে। ২০০৩ সাল থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন Joint Boundary Working Group (JBWG) সীমান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সীমান্ত হত্যা দুই দেশের সীমান্ত সমস্যার মূল চ্যালেঞ্জ। [এখানে যাই বলবেন গতানুগতিক তথ্য না বলাই প্লাস পয়েন্ট হবে]
8) কত সাল থেকে আন্তর্জাতিক অটিজম দিবস পালন করে (প্রার্থীর স্পেশাল চাইল্ড আছে)?
উত্তর: ২০০৮ সাল থেকে জাতিসংঘের অধীন ২ এপ্রিল আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে আসছে।
9) উপমহাদেশে নারী শিক্ষার অগ্রদূত কে (বেগম রোকেয়া গ্রহণ করেনি)?
উত্তর: Savitribai Jyotirao Phule
10) আনান কমিশন রিপোর্টে কী বলা হয়েছিল?
উত্তর: ৮২টি সুপারিশের মধ্যে প্রথমেই বলা হয়েছে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের কথ।
11) পুলিশে/প্রশাসনে আসলে কী ধরনের পরিবর্তন করবেন?
উত্তর: সহজে ও দ্রুত জনকল্যাণ নিশ্চিতের জন্য কাজ করবো।
12) ইউরোপীয়দের ভারতবর্ষে আসার ক্রম। ঐসব নাবিকরা স্ব স্ব দেশে কেমন পরিচিত?
উত্তর: বার্তোলোমিউ দিয়াহ (পর্তুগাল), ভাস্কো দ্যা গামা (পর্তুগাল)
13) নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপ। ( প্রশ্নকর্তা মাতৃপরিচয়ে পরিচিত হওয়ার বিষয়টি জানতে চেয়েছেন)
উত্তর: সবচেয়ে প্রাথমিক বড় পদক্ষেপ হলো পিতার নামের পাশাপাশি মায়ের নাম অন্তর্ভুক্ত করেন।
14) মুক্তিযুদ্ধের কয়েকটি অপারেশন সম্পর্কে বলুন। (প্রার্থী জ্যাকপট বলায় সন্তুষ্ট হয়নি, তার নিজের জেলার মুক্তিযুদ্ধের অপারেশন জানতে চেয়েছে)
উত্তর: জেলাভিত্তিক ভিন্ন ভিন্ন অপারেশন চালিয়েছে মুক্তিযোদ্ধারা। যেমন, শেরপুরে অপারেশন কাটাখালী, সুন্দরবনে অপারেশন শরনখোলা প্রভৃতি।
15) জীবন থেকে নেয়া দেখেছেন কিনা?
উত্তর: কিছু সিনেমা দেখে রাখতে পারেন।
16) নারীর ক্ষমতায়নের উপাদান কী কী? কিভাবে বুঝবেন নারীর ক্ষমতায়ন হচ্ছে।
উত্তর:
i) Women’s sense of self-worth;
ii) Their right to have and determine choices
iii) Their right to have access to opportunities and resources;
iv) Their right to have the power to control their own lives, both within and outside the home; and
v) Their ability to influence the direction of social change to create a more just social and economic order, nationally and internationally.
17) বাংলাদেশ ব্যাংকের কাজ:
উত্তর: মুদ্রা ছাপানো, সরকারকে লোন দেয়া, মুদ্রা বাজারের অভিভাবকত্ব।
18) ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি।
উত্তর: এক কথায় সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত-নীতিমালাকে Fiscal Policy বা রাজস্ব নীতি বলে। এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণের লক্ষ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করে তাকে Monetary Policy বা মুদ্রানীতি বলা হয়। একে আর্থিক নীতিও বলা হয়।
19) মানি লন্ডারিংয়ে বিরুদ্ধে কাজ করে কোন দুটি প্রতিষ্ঠান-
উত্তর: মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে মোট ৭টি প্রতিষ্ঠান। দুদক, কাস্টমস কর্তপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, বাংলাদেশ ব্যাংক প্রভৃতি।
20) শর্ট টার্ম ঋণ দেয়, কিন্তু লং টার্ম দেয় না কেন?
উত্তর: সুদ হার বেশি বলে।
21) অস্কার, ম্যাগসাস সম্পর্কে বলুন।
উত্তর: অস্কার দেয়া হয় যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্রে ও এর অফিসিয়াল নাম ‘একাডেমি অ্যাওয়ার্ড’ এবং ম্যাগসেসে দেয়া হয় ফিলিপাইন থেকে সমাজসেবায়। ম্যাগস্যেসে কে বলা হয় এশিয়ার নোবেল।
22) বিদেশি সিনেমা আমদানি-রপ্তানি সম্পর্কে অভিমত কী?
উত্তর: বিশ্বায়নের যুগে বর্ডারলেস বিজনেস ও কালচার থাকলে উভয়ে আর্থিকভাবে লাভবান হয়। ইতিবাচক বলতে হবে।
23) Act,Order,Ordinance
Act: অলঙ্ঘনীয় আইন
Order: কোর্টের আদেশ
Ordinance: সংসদ অধিবেশন চালু না থাকা অবস্থায় রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন। অধ্যাদেশ জারির পর সংদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে অনুমোদন দিতে হয়।
24) সংসদে বিল পাস সম্পর্কে বলুন
উত্তর: প্রস্তাব উত্থাপনের পর পর্যালোচনা করে কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি ইতিবাচক মনে করলে বিল আকারে উত্থাপিত হয়। এর সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল পাস হয়। তবে সংবিধান সংশোধন বিল ২/৩ ভোটে পাস হতে হয়।
25) গুণগত শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর লক্ষ্যে?
উত্তর: এসডিজির ৪ নং লক্ষ্যে।
26) নদী ব্যবস্থাপনা,নদী শাসন
নদী ব্যবস্থাপনা: নদ-নদীর গতিপ্রবাহ ঠিক রাখা, বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধার, নদী খনন, নদী দখল ও ভাঙন রোধ, নদী শাসন।
নদী শাসন: নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীপৃষ্ঠ থেকে পাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে বা কংক্রিটের তৈরী বিশালাকারের নানারূপের ব্লক দিয়ে জলের স্রোতের গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা হয় এবং পাড়ের মাঝে বাঁধের মত বানিয়ে পাড়ের ক্ষয় রোধ করার প্রক্রিয়াই নদী শাসন
27) Ethics in Religion:
উত্তর: Ethics involves systematizing, defending, and recommending concepts of right and wrong behavior.
28) শকুনের অভয়ারণ্য কোথায়? (ফরেস্টি ডিপার্টমেন্ট)
উত্তর: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অবস্থিত রেমা-কালেঙ্গা
29) সর্বশেষ জীববৈচিত্র্য সম্মেলনে কী সীধান্ত নেয়া হয়:
উত্তর: ২০৩০ সালের ৩০% জলধারা সংরক্ষণ ও ৩০% ভূমিক্ষয় রোধ।
30) Power grade, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।
উত্তর:
31) ইউক্রেনের কোন চারটি অঞ্চলে গণভোট হয়?
উত্তর: দনিয়েৎস্ক ও লুহান্সক এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝা ও খেরসন
32) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা থাকলেও কেন আসেননি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তথ্য মতে, রাশিয়া বর্তমানে যুদ্ধ নিয়ে ব্যস্ততার জন্য সিডিউল মিলাতে পারেনি।
33) IORA এর বর্তমান সভাপতি কোন দেশ?
উত্তর: Indian Ocean Rim Association for Regional Cooperation. বর্তমানে বাংলাদেশ সভাপতি।
34) Social Safety:
উত্তর: পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বের সর্বাধিক ১২৩টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ।
35) Climate Refugee:
উত্তর: জলবায়ু শরণার্থী।
36) UNO এর কাজ(প্রশাসন চয়েস)
উত্তর: বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা
37) স্বাস্থ্যবিমা:
উত্তর: স্বাস্থ্য ব্যয়ের বোঝা রাষ্ট্র কর্তৃক সরবরাহ এবং ব্যয়ের বোঝা কমানো।
38) SDG কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে?
উত্তর: জলবায়ু পটরিবর্তন মোকাবেল
39) বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর: ৭৩.২ বছর।
40) বাংলাদেশের মাতৃমৃত্যুর সংখ্যা কেমন?
উত্তর: প্রতি লাখে ১৬৭-১৭২ জন।
41) QUAD
উত্তর: চারপক্ষীয় জোট। যারা ভারত ও প্রশান্ত মসহাসাগরীয় অঞ্চলের চীন বিরোধী নিরাপত্তা জোট। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সদস্য।
42) রোহিঙ্গা সংকট সমাধানে soft power, hard power র ব্যবহার
উত্তর: কূটনৈতিক চেষ্টা ও গণমাধ্যমের প্রচার হলো সফট পাওয়ার এর ব্যবহার এবং মিলিটারির মাধ্যমে নেগোসিয়েসন বা শান্তিরক্ষীর মাধ্যমে স্টেপ নেয়া হলো হার্ড পাওয়ার এর ব্যবহার।
43) নিজ এলাকার ইন্সটিটিউশন সম্পর্কে বলুন (প্রার্থী ফরিদপুরের)
উত্তর:
44) Diversity of Exports:
উত্তর: রপ্তানি বৈচিত্র্য। পোশাকের বাইরে কৃষিজ পণ্য ও প্রযুক্তি রপ্তানিকে ফোকাস করা যেতে পারে।
45) বাংলাদেশ মুক্তিযুদ্ধে এত দ্রুত সাফল্যের পেছনে কারণ কী?
উত্তর: পাকিস্তান যুদ্ধাপরাধ করে জনসমর্থন হারিয়েছিল এবং বাংলাদেশের জনগণের টোটাল ওয়ার।
46) বাঙালির তিনটি ইউনিক বৈশিষ্ট্য।
উত্তর: শীর্ষ ব্যবহৃত ভাষায় কথা বলা, সমৃদ্ধ বাংলা সাহিত্য রচনা ও বাঙালি জাতীয়তাবাদে উদ্ভুদ্ধ।
47) রিজার্ভ কী? রিকশাওয়ালাও কেন রিজার্ভ নিয়ে চিন্তিত।
উত্তর: আমদানি ব্যয় নির্বাহের জন্যই রিজার্ভ থাকা জরুরি। রিজার্ভ সংকট হলে ঋণ গ্রহণ করতে হবে। ঋণ পরিশোধে করারোপ বাড়বে। ফলে দ্রব্যমূল্য বাড়বে।
48) Over invoice, under-invoice:
Over invoice: বেশি রপ্তানি করে কম দেখানো। অতিরিক্ত অর্থ বিদেশিই রেখে দেয়া।
under-invoice: কম আমদানিকে বেশি দেখালে অতিরিক্ত অর্থ বিদেশে পাচার করা যায়।
দুটোই মুদ্রা পাচারকে সহজ করে।
49) সিলেট কেন বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে?
উত্তর: মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায়।
50) ১৯৪৮ সালের গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ কর:
উত্তর: বঙ্গবন্ধু কর্তৃক ছাত্রলীগ প্রতিষ্ঠা (এটাই আগে বলতে হবে), রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ ও যুদ্ধ বন্ধে শান্তিরক্ষী মিশন প্রেরণ এবং মানবাধিকার ঘোষণাপত্র জারি।
51) মোবাইল ফোন ইউজার কত? অপারেটর কয়টি, কী কী?
উত্তর: ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার। দেশে চারটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে- গ্রামীণফোন, রবি এক্সিয়াটা, বাংলালিংক এবং টেলিটক।
52) সাংবিধানিক পদ কী কী?
উত্তর: ১১টি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারক, নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্মকমিশন সদস্যগণ, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল ও ন্যায়পাল।
53) জিয়াউর রহমানকে শহীদ বলা যৌক্তিক কিনা? ২৫ মার্চ রাতে সে কী করছিলেন?
উত্তর: না। চট্টগ্রামে ছিলেন। পাকিস্তানি অধিনায়ককে গ্রেপ্তার করেন।
54) আদিবাসীদের কেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়?
উত্তর: অধিকার প্রদানের সংকটে। বাংলাদেশে যুদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বরা হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ বাঙালি উপজাতি হয়ে যাবে। কেননা, যেখানে আদিবাস সেখানেই বসবাস যারা, তারাই আদিবাসী।
55) UNESCO এর Tangible, intangible heritage কী কী?
Tangible: সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও সোমপুর বিহার।
intangible: মসলিন, মঙ্গল শোভাযাত্রা, বাউল গান, শীতলপাটি।
সংগৃহীত : মো: নাঈম হোসেন।
Post a Comment