অ্যাডভেন্টিটিস শিকড় কত প্রকার ও কি কি। কোন উদ্ভিদে দেখা যায় বিস্তারিত দেখুন।
এই শিকড় গুলোকে বলে ইংরেজি ভাষায় "অ্যাডভেন্টিটিস শিকড়"। বিজ্ঞানের ভাষায় বাংলায় এর কোনো নাম নেই আমরা বলতে পারি "উদ্বেগজনক শিকড়" অথবা "আকর্ষণীয় শিকড়"। সমস্ত উদ্ভিদ এই শিকড় উৎপাদন করতে পারে না। একমাত্র আকাঙ্খিত কিছু উদ্ভিদরা এই শিকড় উৎপাদন করতে পারে। যেমন - পাম জাতীয়, নাট জাতীয়, ফার্ন জাতীয়...। এই শিকড়ের হওয়ার জন্য মাটির প্রয়োজন হয় না। উদ্ভিদের কান্ড বা পাতায় হতে পারে।
এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ অভিযোজন যা উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে। এই শিকড় তিনটি ভূমিকা পালন করে যেমন - কাঠামোগত সহায়তা, পুষ্টি সঞ্চয় এবং শোষণ। এই অ্যাডভেন্টিটিস শিকড় দু ধরনের হয়। ওতো বিশ্লেষন না করে আপনার গাছে কেন হয়েছে তার কারণ বলছি। সুপারি , নারকেল গাছ এই শিকড় উৎপাদন করতে পারে। তবে সব সুপারি গাছে এটি আপনি দেখতে পাবেন না। যেসব সুপারি গাছে পরিস্থিতি উদ্বেগজনক হয় তখন এই শিকড়ের বৃদ্ধি ঘটায়। সুপারি বা নারকেল গাছ অনেক উচ্চতার হয়। ঝড় বা গতিপূর্ন বাতাসের জন্য কাণ্ডের কোনো স্থানে ফাটল বা দুর্বল হয়ে পরে। সেই উদ্ভিদ যখন বুঝতে পারে পরবর্তী সময়ে সেই স্থান থেকে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হতে পারে। তাই সেই স্থানের ওপর অংশ থেকে অ্যাডভেন্টিটিস শিকড় বের করে নিজের কান্ডকে কাঠামোগত সহায়তা করে। তাই এই শিকড় কাণ্ডের একেবারে ওপরের দিকে হতে পারে অথবা মধ্যভাগে অথবা একেবারে নিচের দিকে হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কোনো উচ্চতা বা জায়গা নেই। বিভিন্ন গাছে বিভিন্ন স্থানে হয়। পুরো কান্ড ঘিরে হতে পারে অথবা সামান্য কিছু অংশে হতে পারে। সেটা উদ্ভিদ যেরকম বোঝে সেরকম ভাবে তৈরি করে নেয়। নারকেল গাছে পোকা বা পাখি ঠুকরে ক্ষত করলে এই মূল দেখতে পাওয়া যায়। মনে রাখতে হবে এটা গাছ উদ্বেগজনক অবস্থা বুঝতে পারলে সাথে সাথে কাঠামোগত সহায়তা করতে পারে না। উপযুক্ত পরিবেশ ও কিছু শর্তের প্রয়োজন পরে। তাই প্রথম অবস্থায় ঝড়ে ভেঙে পড়লে গাছের কিছু করার থাকে না।
#copied #plantsmakepeoplehappy #plants
Post a Comment