Ads

জ্বালানি তেলের দাম বাড়ার কারণ

 জ্বালানি তেলের দাম বাড়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।সবকিছু যখন নিম্ন আয়ের মানুষকে পিষ্ট করবে,তখন তা স্বাভাবিক।এছাড়া বাংলাদেশের মানুষ এত চিন্তাভাবনা করেনা,শুধু দেখে এটার দাম বাড়ছে।তাহলে মনে হয় সব দোষ সরকারের।আর অপেক্ষার প্রহর গুনে কবে বাংলাদেশটা শ্রীলঙ্কা হবে।


গুগল করলে এখন সব পাওয়া যায়।আপনারা খুঁজে বের করুন যে

আইএমএফ কী?

এরা কী শর্তে ঋণ দেয়?এদের শর্ত কেমন কঠিন হয়ে থাকে বা একটা দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক নীতি নির্ধারণে কেমন প্রভাব ফেলে?

আইএমএফ এর ঋণ প্রদানের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করে,এর মাঝে অন্যতম শর্তই হলো ভর্তুকি হ্রাস।এতে জ্বালানি ও কৃষি খাত সবচেয়ে বেশি প্রভাবিত হয়।

তবে জনগণের রোষানলে পড়েও সরকার কেন ঋণ নিতে আগ্রহী? সামনে নির্বাচন, তবুও দলের কথা না ভেবে এত রিস্ক কেন নিল?ঋণ না নিলে কী হতে পারে?রিজার্ভ কিভাবে বৃদ্ধি পায় এবং কিভাবে ব্যয় হয়?

এসব নিয়ে আপনাদের বিশ্বস্ত প্রথম আলো পত্রিকাসহ শতশত কলাম পাবেন।একটু জানতে চেষ্টা করবেন।না বুঝে শুধু শুধু হইচই করবেন না।অনেকে না বুঝে ভালো-মন্দ, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করে।

যুদ্ধ ইউরোপে চলমান,এদেশে প্রভাব ফেললো কীভাবে?ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় সরকারের দোষ বের হয়ে গেল।এখানেও অনেকের মতে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। ডলার সংকট কীভাবে তৈরি হলো?আমাদের আমদানি-রপ্তানির মাধ্যম কী?

শতভাগ বিদ্যুতায়নের দেশে লোডশেডিং কেন হচ্ছে? লোডশেডিং কেন হওয়া যাবেনা?দেশ কি রসাতলে গেল! প্রধানমন্ত্রী বলতো শতভাগ বিদ্যুতায়নের দেশ,তাহলে উনি মিথ্যা বলেছেন? লোডশেডিং এ সার্বিকভাবে উপকার হলো না ক্ষতি হলো?সরকার কেন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলো?

এসব কষ্ট করে গুগল করবেন,তারপর হইচই করবেন।

যারা অন্য দেশের সাথে জ্বালানি তেলের মূল্য তুলনা করে দেখাচ্ছেন,তা অপ্রয়োজনীয়।বাঙালি তা দেখবে না।এর যথেষ্ট কারণ রয়েছে, এতে কেবল নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পেটে লাথি পড়ে।উপরমহল বহাল তবিয়তে থাকে।

তবুও সরকারের সিদ্ধান্ত শতভাগ যৌক্তিক।কেননা পার্শ্ববর্তী দেশে জ্বালানির মূল্য কম থাকায় আমাদের সোনার চোরেরা(এরাও কোনোভাবে উপর মহলের আস্থাভাজন হয়ে থাকে) জ্বালানি তেল পাচার করে দিত, পাচার বন্ধেও তা জরুরি ছিল।এছাড়া দেশ বাঁচাতে আগেই সতর্কতা অবলম্বন করায় সরকারকে দুদিন পরে হলেও নিন্দুকরা ধন্যবাদ দিবে।যদিও তা আমাদের মতো আমজনতার জীবনে গভীর প্রভাব ফেলবে।সরকারের উচিত হবে তার বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে জনজীবনকে স্বস্তিদায়ক করে তোলা।

রুশ-ইউক্রেন যুদ্ধে বিশ্বের টালমাটাল অবস্থা। চীন-তাইওয়ান/যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ভাত খাওয়া যায় কিনা সন্দেহ আছে।চীনের উপর বিশ্বের অধিকাংশ দেশই নির্ভরশীল,আর আমরা তো সবচেয়ে বেশি নির্ভরশীল।

অপরদিকে যারা দেশকে দেউলিয়া দেখার অপেক্ষায় আছেন,তারা আমৃত্যু অপেক্ষা করতে থাকেন।ইনশাআল্লাহ এমনকিছু ঘটবে না।করোনার সময় শিল্পকারখানা বন্ধ/খোলার বিরোধিতা অনেকেই করেছিলেন,নয়তো দেশ অনেক আগেই দেউলিয়া হয়ে যেত।

আমাদের করণীয়ঃ

★যথাসম্ভব শক্তির অপচয় না করা।

★অপ্রয়োজনে এক মুহূর্তও লাইট,ফ্যান,গ্যাসের চুলা চালু না রাখা।

★বিদেশি যেকোনো পণ্য ব্যবহার কমিয়ে আনা।বিকল্প দেশীয় ভালো মানের পণ্য ব্যবহার করুন।গোসলের সাবান,পেস্ট,তেলটাও দেশি ব্যবহার করিনা,আবার আমদানি-রপ্তানির ব্যবধান এবং রিজার্ভ নিয়ে চিল্লাই।দোকানে গিয়ে বিদেশি পণ্য নেওয়ার আগে বিকল্প দেশি পণ্য খোঁজ করুন।পরিবর্তন আপনার আমার থেকেই শুরু হউক।চকলেট,চিপস থেকে শুরু করে সবকিছু দেশীয় পণ্য কেনার চেষ্টা করুন,তখন বুঝা যাবে আমরা প্রকৃত দেশপ্রেমিক কিনা।

★যেকোনো পণ্যসামগ্রী কোনোভাবেই অপচয় না করে সর্বোত্তম ব্যবহার করা।

সরকারের করণীয়ঃ

★টাকা পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা(অপ্রিয় সত্য হলো বেশিরভাগ সময় যেকোনো সরকারের আস্থাভাজনরাই এসব করে থাকে)।পাচারকৃত টাকা ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা।

★প্রবাসীদের সকল প্রকার হয়রানি বন্ধ করে তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ,বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আকৃষ্ট করা(প্রয়োজনে পুরস্কৃত করা)এবং  যথোপযুক্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা।

★অপ্রয়োজনে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান।সাতার শেখা,গাছে পানি দেওয়া,কৃষিকাজ শেখার মতো ভন্ডামি প্রমোদভ্রমণ বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ।

★আমদানি ব্যয় কমানো এবং ক্ষেত্রবিশেষে আমদানি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমদানি-রপ্তানির ভারসাম্য আনয়নে জোর দেওয়া।

★সরকারি-ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পাবলিক বাসের মানোন্নয়ন।যাতে করে শ্রেণিবিভক্তি একটু কমে আসে।

★সকল ভালো কাজের উদাহরণ তৈরি হউক উপর মহল থেকে(এমপি,মন্ত্রীগণ),যাতে আমজনতা তাদের অনুসরণ করতে পারে।কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ এমপি-মন্ত্রীরা নিজেদের মানুষের কাতারে রাখেন না,নিজেদের ভিন গ্রহের প্রাণী মনে করেন।




International News

Crude oil has been on a decline over the past few weeks as growing worry about a looming global recession weighs it down. But oil is not going as far down as drivers across the world would like it to go—or as far as politicians up for reelection would like it to go. Barring a dramatic event of demand destruction, oil is going to remain expensive for the observable future.

OPEC and its precious spare capacity

The oil-producing cartel has repeatedly signaled that it is in no rush to deploy its spare capacity to boost global supply and bring down prices. One reason for this is the prices themselves: Saudi Arabia has been raising its oil prices for Asian buyers for several months in a row now because it can. The other reason is that spare capacity is limited.

Earlier this week, when it released its latest Monthly Oil Market Report, OPEC warned that global oil demand is set to rise to levels that would test its production capacity. Known as the “call on OPEC crude,” the amount of oil that the cartel needs to produce in order to cover global demand could rise to 32 million barrels daily in 2023, OPEC said.  That would be up from 28.7 million bpd as of this June, which means OPEC would need to boost its production by over 3 million bpd within the next year and a half to cover demand, coming mostly from China and India. And it may not have the spare capacity to do it. Indeed, Reuters earlier this year cited analysts warning that this spare capacity could slip below 1 million bpd by the end of 2022.

Related: Record Profits Could Convince Oil Majors To Hike Dividends

Not everyone agrees with OPEC’s demand forecast, of course. Energy Aspects, for instance, sees oil demand in 2023 at 101.8 million barrels daily, quite far below OPEC’s 103 million barrels daily. But even with demand at 101.8 million bpd, Energy Aspects’ Amrita Sen told the FT, “The market is incredibly tight and we do not think Opec have the capacity to deliver that.”

U.S. shale continues cautiously

While analysts discuss OPEC’s spare production capacity, in the United States, shale drillers continue their cautious approach to production growth amid continued calls from the White House to do just that. Since these calls have notably included a caveat that the energy transition remains priority number one, the industry has been in no rush to respond.

According to the latest EIA Weekly Petroleum Status Report, total oil production in the week to July 15 averaged an estimated 11.9 million bpd, which was a decline of 100,000 bpd from the previous week. It was, however, an increase from a year ago, when production averaged 11.4 million bpd. The four-week average until July 15 was 12.025 million bpd.

This is quite a solid increase on the year but not a solid enough increase against the background of demand. The White House has accused the industry of profiteering from high oil prices in a tight supply environment. The industry has countered that it is suffering various challenges, such as material and equipment shortages, and inflation has not been a stranger to the oil industry, either.

Frac sand prices, for instance, had soared by 185 percent over the 12 months to March this year to some $40-$45 per ton. Steel prices have risen, too, and so have wages for oilfield workers amid a labor shortage. As a result, many shale drillers have turned to re-fracs to boost production. Related: Saudi Arabia Has Big Plans To Boost Oil Export Capacity

Re-fracs, as the name suggests, refers to secondary fracking of an existing well to suck out the remaining crude at a much lower cost than drilling a new well. This counters accusations of profiteering, but it doesn’t help boost production faster.

Investor pressure remains

Meanwhile, pressure from investors remains substantial on the public players in the U.S. oil field and not just there. Big Oil is a special target for investor pressure. And it’s not just pressure to keep returning cash after years of burning it while pumping as much as possible until prices crashed. It’s pressure to signal more climate-related responsibility.

Shale drillers need to make more ambitious climate commitments, investment firm Kimmeridge Energy Investments said this week, as quoted by Bloomberg. In a white paper, the firm argued that the U.S. shale oil industry should seek to bring its net carbon footprint to zero by 2030. It should also provide consistent data in this respect to make it easier for investors to pick the best companies to invest in.

“We have a carbon problem, not an oil and gas problem,” Ben Dell, co-founder and managing partner of Kimmeridge, told Bloomberg in an interview. “If we can get our oil and gas product to have no carbon footprint on a net basis, and debate how you measure it and the merits, then there’s no reason we shouldn’t use it.”

Between OPEC’s shrinking production capacity, the U.S. shale labor shortage, and investors’ insistence on emission reporting and net-zero commitments, it’s not hard to see where oil prices are going, even if sanctions against Russia suddenly drop, which is not happening, even if the war in Ukraine ends, as multiple EU officials have said. 


read more articles.

1. 

2. chemistry

1 Comments

  1. আমরা যাচ্ছিলাম সিংগাপুর। কিন্তু সাগর উত্তাল তাই এখন শ্রীলঙ্কার দিকে যেতে হচ্ছে ...

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

ads

ads